২০২৩ শালে কংগ্রেস শুরু করবে গুজরাট থেকে অরুণাচল অব্দি বিশেষ পদযাত্রা

কন্যা কুমারী থেকে কাশ্মীর রাহুল গান্ধীর নেতৃত্ব এখনো চালাচ্ছে কংগ্রেস ।তার মধ্যে গতকাল ,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সের প্রথম বৈঠকে ঠিক হয় ,পশ্চিমে গুজরাট থেকে পূর্বে অরুণাচল অব্দি ভারত জড়োযাত্রার পরিকল্পনা ।আগামী ২২ সে নভেম্বর সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে জনসভা করবেন রাহুল গান্ধী ,তার প্রস্তুতি হিসাবে ৫ জন পোড়খাওয়া নেতা কে পর্যবেক্ষক করে বিশেষ পর্যবেক্ষক অশোক গেহলটের অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।