২০২৪ সালের লোকসভা নির্বাচনে নবীন পট্টনায়েক কে তৃতীয় ফন্টের যোগ দান করানো যায় কিনা সেই লক্ষে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওড়িশা সফরে যাচ্ছেন ।আজ সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে পৌঁছাবেন সেইখান থেকে যাবেন পুরি ।কাল পুরি তে মন্দিরে পুজো দিয়ে অতিথিশালার জন্য জমি চিন্তিত করবেন ।আর আগামী ২৩ সে মার্চ নবীনের সঙ্গে বৈঠক করার পর কলকাতা ফিরে আসবেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...