২০২৪ সালের লোকসভার লক্ষে আজ ওড়িশা যাচ্ছেন মমতা ব্যানার্জি

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নবীন পট্টনায়েক কে তৃতীয় ফন্টের যোগ দান করানো যায় কিনা সেই লক্ষে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওড়িশা সফরে যাচ্ছেন ।আজ সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে পৌঁছাবেন সেইখান থেকে যাবেন পুরি ।কাল পুরি তে মন্দিরে পুজো দিয়ে অতিথিশালার জন্য জমি চিন্তিত করবেন ।আর আগামী ২৩ সে মার্চ নবীনের সঙ্গে বৈঠক করার পর কলকাতা ফিরে আসবেন ।