খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম । অন্য দুইটি হল স্বাধীনতা দিবস (১৫ ই আগস্ট) ও গান্ধী জন্ম জয়ন্তী (২রা অক্টবর )।এই দিন সারা ভারতেই নানান অনুষ্ঠান আয়োজিত হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠান টি আয়োজিত হয় নতুন দিল্লির রাজপথে । ভারতের রাষ্ট্রপতি যিনি ভারতের তিন সেনা বাহিনীর সর্ব্বাধিনায়ক তিনি নিজে ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকেন ।