আগামীকাল ২৬ সে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেট্রোর বিভিন্ন স্টেশনে রেল রক্ষী বাহিনীর বাড়তি কর্মী মোতায়েন করা ছাড়াও ,স্পেশাল ইন্টালিজেন্স ও ক্রাইম ইন্টালেগিন্সর আধিকারিকদের মোতায়েন করবেন ,আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সম্বনয় রক্ষা করবেন কুইক রেস্পন্স টিম নজরদারি চালানো হবে পুলিশ কুকুর ও সিসি ক্যামেরার মাধ্যমে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...