২৬ সে জানুয়ারী কলকাতা মেট্রো মোরা থাকবে পুলিশি ঘেরাটোপ ও ক্যামেরার নুজরদারিতে

আগামীকাল ২৬ সে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেট্রোর বিভিন্ন স্টেশনে রেল রক্ষী বাহিনীর বাড়তি কর্মী মোতায়েন করা ছাড়াও ,স্পেশাল ইন্টালিজেন্স ও ক্রাইম ইন্টালেগিন্সর আধিকারিকদের মোতায়েন করবেন ,আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সম্বনয় রক্ষা করবেন কুইক রেস্পন্স টিম নজরদারি চালানো হবে পুলিশ কুকুর ও সিসি ক্যামেরার মাধ্যমে ।