খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৬ সে জুলাই কার্গিল বিজয় দিবসের সমাপ্তি অনুষ্ঠানে নির্মিত একটি লেজার শো অনুষ্ঠিত হবে দ্রাস ওয়ার মেমোরিয়ালের কাছে । ওই দিন শহীদ পরিবার ও উচ্চ পদস্থ সেনা আধিকারিক রা কার্গিল শহীদ দের প্রতি মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তাদের বীর গাঁথা স্মরণ করবেন । ১৯৯৯ সালের পর থেকেই প্রতি বছর ২৪ এবং ২৬ সে জুলাই এই দিনটি কার্গিল বিজয় দিবস পালন করে চলেছে সেনা বাহিনী ।এই তিনটে দিন শুধু আনন্দের নয় ,দেশ এই দিন স্মরণ করে কার্গিলের ৫০০ জন বীর শহীদ কে ।