গত ২৬ সে ফেব্রুয়ারী থেকে ১৫ মে পর্যন্ত ভোটের ঘোষণা ,ও ৮ দফা নির্বাচন ভোটের ফল ৫ মে বিধি নিষেদ জারি ও গতকাল প্রায় লকডাউন ঘোষণা পর্যন্ত করোনার দৈনিক সংক্রমণের হার রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ।২৬ সে ফেব্রুয়ারী ভোট ঘোষণার দিন রাজ্য দৈনিক সংক্রম ছিল ১৯৯,২৭ সে মার্চ প্রথম দফার দিন সংক্রমণ ছিল -৬৪৬, ২৬ সে এপ্রিল সপ্তম দফাতে তারা বেড়ে হয় -১৫,৮৮৯ ২ রা মে ফল ঘোষণার দিন সেটি বেড়ে হয় -১৭,৫১২ এবং গতকাল ১৫ মে নিষেধাজ্ঞা জারির দিন তা ছিল-১৯,৫১১।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...