গত ২৬ সে ফেব্রুয়ারী থেকে ১৫ মে পর্যন্ত ভোটের ঘোষণা ,ও ৮ দফা নির্বাচন ভোটের ফল ৫ মে বিধি নিষেদ জারি ও গতকাল প্রায় লকডাউন ঘোষণা পর্যন্ত করোনার দৈনিক সংক্রমণের হার রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ।২৬ সে ফেব্রুয়ারী ভোট ঘোষণার দিন রাজ্য দৈনিক সংক্রম ছিল ১৯৯,২৭ সে মার্চ প্রথম দফার দিন সংক্রমণ ছিল -৬৪৬, ২৬ সে এপ্রিল সপ্তম দফাতে তারা বেড়ে হয় -১৫,৮৮৯ ২ রা মে ফল ঘোষণার দিন সেটি বেড়ে হয় -১৭,৫১২ এবং গতকাল ১৫ মে নিষেধাজ্ঞা জারির দিন তা ছিল-১৯,৫১১।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...