ভোটের বাজনা যে কোন সময় বাজতে পারে।তাই গত একদিনে ৩০০ র বেশি প্রকল্পের অনুমোদন দিল রাজ্য সরকার। তবে এখনো ১০০ টি প্রকল্পের অনুমোদন দেওয়া বাকি। গত একমাসে সরকার যে ভাবে কাজ করেছে তাতে বেসরকারি সংস্থাও হেরে যাবে। পাড়ায় সমাধান প্রকল্পে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আজ শুক্রবার সমস্ত প্রকল্প মনজুরের কাজ শেষ হবে। সব মিলিয়ে এই কাজের আর্থিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। এরপর ভোট ঘোষণা হলেও কাজ করতে অসুবিধা হবে না।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...