: পুরুলিয়ার কিংবদন্তি নেতা ফরওয়ার্ড ব্লকের ৫ বারের সাংসদ বীর সিংহ মাহাতো গতকাল শেষ নিঃস্বাস ত্যাগ করেন পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে । দল ও পরিবারের পক্ষে জানানো হয় গত ১১ এপ্রিল সন্ধ্যাতে ,বীর সিংহ বাবু প্রচন্ড শাসকষ্টের সমস্যা ভর্তি হন পুরুলিয়া মেডিক্যালে ,বাবার কয়েকদিন আগেই জ্বর এসেছিলো শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিলো ,কৃত্তিম ভাবে অক্সিজেন দেওয়া হচ্ছিলো তবে করোনা পরীক্ষা নেগেটিভ আসে তার ,মৃত্যুতে ফরওয়ার্ড ব্লকের নেতারা শোক প্রকাশ করেছেন ।