হিমাচলে প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের উপরে ভরসা রাখছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ।রাজ্যের ৬৮ টি র মধ্যে ৬২ টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে দল ।মুখ্যমন্ত্রী হিসাবে জয়রাম ঠাকুর কেই তুলে ধরছেনতারা গত সরকারের এক মন্ত্রী সহ ১১ জন বিধায়ক ব্যাড পড়েছেন ,বিজেপির হয়ে প্রথম বার টিকিট পেয়ে লড়ছেন ১৯ জন ,জয়রাম ঠাকুর
সেরাজ বিধানসভা থেকে নির্বাচনে লড়বেন ।