নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আজকে প্রথম দফার ৩০ টি আসনে গড় ভোটের % ৭০.১৭হলো । এখন অব্দি সব থেকে বেশি ভোট পড়েছে ঝাড়গ্রাম জেলাতে ,আর সব থেকে বেশি কম ভোট পড়েছে পুরুলিয়া জেলাতে ।একদম সকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য গড় ভোটদানের হার কম ছিল ,কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার হার স্বাবাভিক ছন্দে ফিরে আসে সকাল ১১ তা অব্দি ভোট পড়েছিল ৩৬%, সব থেকে বেশি ভোট পড়েছে ঝড়াগ্রাম জেলাতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...