
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম থেকে সোজা বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা চলে আসবেন শিলিগুড়ির কাওয়াখালী মাঠে জনসভা করার জন্য । জানা যাচ্ছে এই সভা থেকে তিনি প্রায় ৪৫০০ কোটি টাকার সরকারি প্রকল্প ঘোষণা করবেন ,গতকাল দুপুরে ও রাতে কাওয়াখালীর মাঠ পরিদর্শন করেন সংসদ রাজু বিস্ত এবং রাজ্যে বিজেপির বিধায়ক দিপাক বর্মন তারা বলেন এই সভা তে অন্তত ২ লক্ষ্য লোক আসবে । জনগণ আশা করছে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কি ঘোষণা করছে সেটা জানা র।