বীরভূম জেলার নলহাটি বিধানসভা আসনটির টিকিট এইবার পাননি বিদায়ী বিধায়ক মঈনুদ্দিন সান্স এরপরে দলত্যাগ করেন তিনি ।এর পরেই ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকাতে একটি কর্মিসভাতে তিনি বলেন আমি জানতাম না মঈনুদ্দিন সান্স টিকিট পাননি ।পরেজেনে জিজ্ঞেস করেছিলেন মুখ্যমন্ত্রীকে ।মুখ্যমন্ত্রী বলেন অনুব্রত মন্ডল আমাকে ব্ল্যাকমেইল করছে তাই টিকিট দেওয়া গেলো না ।ফিরহাদ বলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি বিস্মিত হয়েছি ভাবতেই পারিনা একজন জেলা সভাপতি কি করে মুখ্যমন্ত্রীকে ব্ল্যাক মেইল করেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...