Bengal Polls 2021অনুব্রত মন্ডল কে নিয়ে বিস্ফোরক ফিরহাদহাকিম

বীরভূম জেলার নলহাটি বিধানসভা আসনটির টিকিট এইবার পাননি বিদায়ী বিধায়ক মঈনুদ্দিন সান্স এরপরে দলত্যাগ করেন তিনি ।এর পরেই ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকাতে একটি কর্মিসভাতে তিনি বলেন আমি জানতাম না মঈনুদ্দিন সান্স টিকিট পাননি ।পরেজেনে জিজ্ঞেস করেছিলেন মুখ্যমন্ত্রীকে ।মুখ্যমন্ত্রী বলেন অনুব্রত মন্ডল আমাকে ব্ল্যাকমেইল করছে তাই টিকিট দেওয়া গেলো না ।ফিরহাদ বলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি বিস্মিত হয়েছি ভাবতেই পারিনা একজন জেলা সভাপতি কি করে মুখ্যমন্ত্রীকে ব্ল্যাক মেইল করেন ।