ভোটের বাজারে মধ্য বিত্ত্ব কে স্বস্ত্যি দিয়ে সামান্য কমলো পেট্রল ডিজেলের দাম । আজকে পেট্রোলের দাম ছিল কলকাতা -শহরে ৯১.১৮ টাকা ,আর ডিজেলের দাম ৮৪.১৮ টাকা ।নিয়ম করে প্রতিদিন সকাল ৬ টা নাগাদ পেট্রল ,ডিজেলের দামে পরিবর্তন হয় ।এই দামের সঙ্গে যোগ হয় সেস ,এক্সসাইজ ডিউটি ,ডিলার কমিশন সহ একাধিক কর ।ভোট মুখী রাজ্যগুলি অধিবাসীরা আশা করছেন আগামী দিনে দাম হয়তো আবারো কমবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...