Bengal Polls 2021ভোটের জন্যই কি সামান্য কমলো পেট্রল ডিজেলের দাম

ভোটের বাজারে মধ্য বিত্ত্ব কে স্বস্ত্যি দিয়ে সামান্য কমলো পেট্রল ডিজেলের দাম । আজকে পেট্রোলের দাম ছিল কলকাতা -শহরে ৯১.১৮ টাকা ,আর ডিজেলের দাম ৮৪.১৮ টাকা ।নিয়ম করে প্রতিদিন সকাল ৬ টা নাগাদ পেট্রল ,ডিজেলের দামে পরিবর্তন হয় ।এই দামের সঙ্গে যোগ হয় সেস ,এক্সসাইজ ডিউটি ,ডিলার কমিশন সহ একাধিক কর ।ভোট মুখী রাজ্যগুলি অধিবাসীরা আশা করছেন আগামী দিনে দাম হয়তো আবারো কমবে ।