আজকে দিল্লিতে নির্বাচন কমিশনারের দফতরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বহিরাগত দের জড় করার
অভিযোগে দেড়েক ওব্রায়েনে নেতৃত্বে নালিশ জানানো হয় ।ডেরেক ও ব্রায়েন বলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের চারটি বাড়িতে বাইরেথেকে দুষ্কৃতী এনে রেখেছেন ভোটের দিন অশান্তি করার জন্য ,কোন এলাকা থেকে বহিরাগতরা এসেছে তার ও উল্লেখ করা হয়েছে । চারটি বাড়ির কথাও উল্লেখ করা হয়েছে ওই অভিযোগে ,এই যুবকরা এসেছে কোলাঘাট ,পিঙ্গলা ,কাঁথি এই এলাকা থেকে ।