Bengal Polls 2021 ভবানীপুরের বিজেপি প্রার্থী অরবিন্দের আশীর্বাদ নিয়ে তার নির্বাচনী সফর শুরু করলেন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ যুদ্ধ শুরুর আগে ধীর স্থির ভাবে
গিয়ে হাজির হলেন অরবিন্দ ভবনে ঋষি অরবিন্দের মূর্তির পাদদেশে তার আশীর্বাদ নেওয়ার জন্য ।তার সঙ্গে ছিলেন সামান্য কয়েকজন দলের কর্মী ,ছিল না কোনো সিকিউরিটি ,তিনি বলেন “ঋষি অরবিন্দের আশীর্বাদ নিয়ে আমি বের হয়েচি ভবানীপুর কেন্দ্রে মানুষের মন বোঝার জন্য এবং তাদের সঙ্গে কথা বলার জন্য “।