অতিমারী উপেক্ষা করেই আয়োজিত হতে যাচ্ছে মেলার

আগামী ২০ সে জানুয়ারী থেকে দমদমের সুরের মাঠে  দক্ষিণ দমদম  পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর  সঞ্জয় দাসের উদ্যোগে আয়োজিত হয়েছে  দমদম  মেলা । অথচ  উত্তর ২৪ পরগনা এবং কলকাতা মিলে  গড়ে এখন ৬০০ উপর লোক করোনা তে আক্রান্ত হচ্ছে প্রতিদিন ।সরকারি বিধি নিষেধ covider  জন্য এখনো বলবৎ আছে ।ব্যারাকপুরের  পুলিশ  কমিশনার  বলেন খোঁজ নিয়ে দেখবো কি ভাবে  এই মেলার আয়োজন হচ্ছে ।