প্রশান্ত কিশোর কি তৃণমূলে সুজাতা খাঁ কে ঢুকিয়ে পাল্টা চাল দিলেন ??

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ  সৌমিত্র খাঁ য়ের  স্ত্রী সুজাতা খাঁ  আজকে আচমকাই তৃণমূলে যোগদান করলেন ।অথচ আজ  বিকেল ৪ টার  সময় তার প্রোফাইলে  দেখা  গিয়েছে  তিনি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি মাঝখানে  বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাশ  বিজয়বর্গীয় । আরো জানা যাচ্ছে যে  সুজাতা খাঁ  তৃণমূলে যোগদানে তার স্বামী বিজেপি সাংসদ  সৌমিত্র খাঁ  খুব বিষন্ন ,স্ত্রীর এই পদক্ষেপে  তিনি  বিবাহ বিচ্ছেদের  নোটিশ পাঠিয়েছেন  তাকে ।