বনমন্ত্রীর রাজীব বন্ধ্যোপাধ্যায়ের গলাতে অন্যসুর

তৃণমূলের  মহাসচিব পার্থ  চট্টোপাধ্যায়ের  সাথে একান্ত বৈঠক করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।বৈঠকের  পরে কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি ।সাংবাদিক দের  প্রশ্নের জবাবে সাবধানী রাজীব  বলেন এখনো বলার  মত  কিছু হয়নি নেতৃত্ব  ডেকেছিল বলেই  এসেছি । রাজীবের প্রতিক্রিয়া দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন শুভেন্দুর দলত্যাগের পরে বনমন্ত্রী রাজনৈতিক আঙিনাতে  খুব পা মেপে চলছেন “।