খ্রিস্টান বা অন্যধর্মীয় লোকেরা এই দিনটিকে মহাসমারোহে পালন করে

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রকৃত গত  ভাবে এইটি  একটি খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠান হওয়া  সত্ত্বেও সারা বিশ্ব ব্যাপী  অখ্রীস্টিয়  ধর্মাবলমীরাও তারা  এই দিনটিকে  নিজেদের মহাসমারোহের একটি দিবস হিসাবে পালন করেন । এমন কি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশ ও দেখা যায় । এই দিন উপহার প্রদান ,সংগীত,বড়দিনের কার্ড বিনিময়  এবং গির্জায় গির্জায় ধর্ম উপাসনা ও খাওয়া দাওয়ার  আয়োজন করা হয় ।