কলকাতার আরো অন্যান্য চার্চগুলি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার পার্ক সার্কাসের  ৭ মাথার মোড়ে অবস্থিত খ্রীষ্ট  দা  কিং  অফ চার্চটি  ও শহরের বৃহৎতম  গির্জা গুলির একটি ।এইটি র  একটি সুবিধা হলো মধ্যরাতে খ্রীষ্টমাস উৎসব  পালনের পাশাপাশি  এবং চার্চের  চত্বরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে ।এই ছাড়াও  পার্ক স্ট্রিটে অবস্থিত এসেম্বলি  অফ গড  চার্চটি ও কলকাতার অন্যতম চার্চ  ঠিকানা হলো ১২৫ নম্বর পার্ক স্ট্রিট । এই ছাড়াও পার্ক স্ট্রিটে আরো একটি বিখ্যাত চার্চ আছে নাম  সেন্ট  থমাস  চার্চ । বিবাদী বাঘে  অবস্থিত আছে সেন্ট অ্যান্ড্রু  চার্চ ।