চেন্নাইর ব্রাজিলীয় মাঝমাঠের খেলোয়াড় ক্রিভেলারো গোল করতে ও করাতে সমান দক্ষ। এবছরের প্রথমদিকে কলকাতায় তিনি প্রায় একাই এটিকে কলকাতাকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে যান। সে ম্যাচ জিতেছিল চেন্নাই। হাবাস জানেন এই খেলোড়াটিকে আটকাতে পারলেই ম্যাচ হাতে চলে আসবে। দলের খেলোয়াড়দের হাবাস বলেছেন আত্মতুষ্টির কোন জায়গা নেই। লম্বা পথ অনেক দূর যেতে হবে। চেন্নাই কোচ বলেন তার হাতেও অনেকে গোল করার অস্ত্র আছে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...