গতকাল মেদিনীপুরের মোহনপুরে বিজেপির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন দলের কে প্রার্থী হবে আপনাদের জানার কোনো দরকার নেই ।সব কেন্দ্রেই মোদীজিকে সামনে রেখে ভোট করুন ,রাজ্যে পদ্যফুল ফুটিয়ে ডাবল ইঞ্জিন সরকার তৈরি করুন বাংলার উন্নতির লক্ষে ।মোহনপুরের সভা থেকে তৃণমূল কে কটাক্ষ করে তিনি বলেন “বাংলার মেয়ে মমতা নন তিনি আসলে বাংলাদেশ ও মায়নামারের আত্মীয়া তার প্রিয়জন হচ্ছে থাইল্যান্ডের ম্যাডাম নারুলা এবং বার্মার রোহিঙ্গারা “।
Home নির্বাচনী সংবাদ নরেন্দ্র মোদিকে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের মুখ করতে চাইছেন শুভেন্দু অধিকারী
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...