খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্কঃ : ৮৫ নম্বর আসনটি হলো :কৃষ্ণনগর দক্ষিণ বিধায়ক হলেন উজ্জ্বল বিশ্বাস (টিএমসি )।৮৬ নম্বর কেন্দ্র হলোশান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্জি (বিজেপি ) জানুয়ারী ২০২১ সে তিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন ।৮৭ নম্বর আসনটিহচ্ছে রানাঘাট উত্তর পশ্চিম বিধায়ক হলেন শঙ্কর সিংহ (টিএমসি )-২০১৭ সালের জুন তিনি কংগ্রেস ছেড়ে টিএমসি তে যোগদান করেন ।৮৮
নম্বর কেন্দ্রটি হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধায়কের নাম আশীষ কুমার বিশ্বাস (বিজেপি )।৮৯ নম্বর কেন্দ্র টি হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব বিধায়কের নামসমীর কুমার পোদ্দার (টিএমসি )।৯০ নম্বর কেন্দ্রটি হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধায়িকা রমা বিশ্বাস (সিপিআইএম )।৯১ নম্বর আসনটি হচ্ছেচাকদহ বিধায়িকা রত্না ঘোষ (টিএমসি )।৯২ নম্বর কেন্দ্র টি হচ্ছে কল্যাণী বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস (টিএমসি )।৯৩ নম্বর কেন্দ্রটি হচ্ছে হরিণঘাটা বিধায়িকা নীলিমা নাগ (টিএমসি )।