গোপনে বিজেপির সঙ্গে সখ্যতা ও অন্তর্ঘাতের জন্য কোচবিহারের জেলা তৃণমূলের নেতৃত্ব , ছয় জন কোচ
বিহার জেলার নেতাকে শোকজ করা হয়েছে ,এরা হলেন দিনহাটা ও সিতাই বিধানসভার ৬ তৃণমূল নেতৃত্ব । তৃণমূল সূত্রে জানা গিয়েছে|আজকে ফেসবুক পোস্টে কোচ বিহারের জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় এই ছয় নেতাকে শোকজের কথা স্পষ্ট করে জানিয়ে দেন ।