আজকে খড়্গপুরের কালাইকুণ্ডা তে ভোট প্রচার করতে গিয়ে এক জনসভা থেকে তিনি বলেন “আমার পায়ে
ছোট লেগেছে ,পা উড়িয়ে চেষ্টা হয়েছে আমি না বেরোলে বিজেপি বাংলা দখল করে নেবে তাই যতই কষ্ট হোক না কেন বিজেপিকে বাংলাদখল করতে দেবোনা বলে আমিও আপনাদের মত এই দূরসহ গরমে বেড়িয়েছি ।তিনি রেল কর্মী ও আমজনতার উদ্দেশ্যে বলেন ,তৃণমূল কেভোট দিয়ে এইবারের জন্য জেতান ।