আমপানে ক্ষতিপূরণ না পাওয়া তে ট্যাবের টাকা তে ঘর সারাই

আমপান বিদ্ধস্থ দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর এলাকার একটি স্কুলের ছাত্রদের বেশ কয়েক জন ট্যাবের
টাকা তে ঘর সারাই করেছে বলে জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক ।অভিযোগ আমপানের পরে যাদের ঘর ভেঙেছিল তারা ঘর সারাইয়েরকোনো টাকা পাননি পেয়েছেন অন্যরা যারা ঘর ভাঙেনি ।সেই জন্য ট্যাব না কিনে ১০ হাজার টাকা তে ঘর সারানোর কথা ভেবেছেন তারা ।