আজকে নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচিতে বিস্ফোরক উক্তি শুভেন্দু অধিকারীর

আজ নন্দীগ্রামের ভেকুটিয়া বাজারে এক জনসভা থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল
এখন আমিরুল ,সুফিয়ান ,সামাদ ,সাহাবুদ্দিন দের হাতে ।যারা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে উল্লাশে বোমা ফাটায় এই লুম্পেন দের হাতে চলে গিয়েছে তৃণমূল দল ।শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন নন্দীগ্রামে বড়জোর ২২-২৩ টি বুথ এদের হাতে বাকি সব জায়গায় আমাদের এক হতে হবে ।এরা ক্ষমতায় এলে কিন্তু আপনারা কপালে টিপ্ ,কাঁচা দেওয়া ধুতি ও গলায় কন্ঠী পড়তে পারবেন না ।