Bengal Polls 2021আজকে কাঁথিতে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীদের সমর্থনে

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেদিনীপুরে যে যে আসনে ২৭ সে এপ্রিল ভোট হবে সেইসব প্রার্থীদের সমর্থনে আজকে কাঁথিতে জনসভাকরতে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোনা যাচ্ছে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তার পরিবারের অন্যান্য দের মতে বিজেপির এই সভাতে উপস্থিত থাকতে পারেন ।দমদম বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী কাঁথিতে যাবেন জনসভা করতে ১১ টা ৩০ নাগাদ । এখন দেখার রাজ্য
বিজেপি তার প্রচারের ফায়দা তুলতে পারেন কিনা ২৭ সে মার্চের ভোটে ।