শিশির অধিকারী বিস্ফোরক অভিযোগ করলেন শান্তিকুঞ্জে বসে

আজকে শান্তিকুঞ্জে বসে সাংবাদিকদের সাথে কথাকি বলতে গিয়ে আজকে এখন অব্দি যা ভোট হয়েছে তাতে বলতে পারা যায় এই খেলাতে গোল খেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় , তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীর গাড়ি আজকে ভাঙ্গচুর করেন তৃণমূলের লোকেরা ,আহত হন তার ড্রাইভার ।এর বিরুদ্ধে বলতে গিয়েই তিনি বলেন আমার জানা আছে কি ভাবে কড়া ডোজ দিতে হয় ।এর পরে সাংবাদিক রা জিজ্ঞেস করলেন তিনি বলেন এই যে হাতে ছোট পেলো ব্যাথা সারাতে কড়া ডোজ দিতে হবে তো ।