সুষ্ট নির্বাচনের জন্য বিজেপি নেতৃত্ববৃন্দ কৃতজ্ঞতা জানালো কমিশন কে

প্রথম দফার ভোট শেষ হওয়ার আগেই কৈলাশ বিজয়বর্গিওর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল  নির্বাচন কমিশনের  অফিসে যায় । তারা কাঁথিতে  শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী  উপরে হামলাতে  শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে ঘটনা সহ  আরো কিছু অশান্তির  কথা উল্লেখ করে কৈলাশ জানান ,পরের দফাতে কমিশন কে আরো সতর্ক ভাবে ভোট করাতে  হবে।আজকের  ভোটে কমিশনের ভূমিকা তে তারা খুশি ।