আজকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ \তার রোড শো শেষ হয় রেয়াপাড়াতে ।সেইখানে রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দিয়ে তিনি বিজেপি পার্টি অফিসে বসে সাংবাদিকদের মুখোমুখি হন ।তিনি বলেন বর্তমানে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী রেয়াপাড়াতেই তার অস্থায়ী বাসথান তৈরি করেছেন । তার বাড়ির ৫ কিমির মধ্যেই একজন মহিলা কে ধর্ষণ করা হয়েছে ,এ থেকেই বোঝা যাচ্ছে মহিলারা মোটেই সুরক্ষিত নয় ।