আজকে সিঙ্গুরে বেচারাম মান্নার হয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজকে সিঙ্গুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার হয়ে প্রচারে গেলেন ,তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় ,তিনি  সেইখানে  গিয়ে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্জি কে এক হাত নেন । মমতা বলেন তিনি সিঙ্গুর থেকেও প্রার্থী হতে চেয়েছিলে কিন্তু মাস্টার  মশাই  তাকে আসন ছাড়তে রাজি  হননি ।এই বার বিজেপির টিকিটে তৃণমূলের প্রাক্তন এমএল এ  লড়ছেন ,মমতা বলেন আমি অনেক করেই  বলেছিলাম  আপনি দলেই  থাকুন বাড়িতে থাকুন আর বেচাকে  জেতাতে  সাহায্য ।