নন্দীগ্রামের রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাইফেল কাঁধে নিয়ে টহলদারি দিচ্ছে ,তার পাশে পদ্মফুল সন্দেশ এবং খেলা হবে কোথাও আবার কাস্তে হাতুড়ি /তারা মিষ্টিও ছড়িয়ে আছে দোকানে দোকানে ।কিন্তু সব কিছু ছাড়িয়ে বাজারে এখন হিট বিজেপির পদ্মফুল চাপ এবং তৃণমূলের ঘাসফুল ছাপের শাড়ি । দেখা গেলো নন্দীগ্রামের সোনাচূড়া ও গোকুল নগরে মেঠো পথ যখন শুভেন্দু অধিকারী প্রচার সারছিলেন তখন গায়ের বধূ ,পরনে পদ্মফুল ছাপ সারিশাড়ি পরে শুভেন্দু দাদাকে দেখতে এসেছেন ।বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে জিডিপি নিয়ে জানানো হয়েছে করোনা পরিস্থিতির মধ্যেও ভারত অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে