গতকাল কোচবিহারের রাশমেলা ময়দান এবং হাওড়ার দুমুজেলা স্টেডিয়াম য়ে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দুই জায়গায় তেই ভোটে তিনি বলেন তিন দফা তেই প্রচুর লোক ভোট দিয়েছেন রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে । তিনি বলেন মুখ্যমন্ত্রীকে প্রতিটি সভা থেকে বলতে হচ্ছে নন্দীগ্রামে তিনি জিতবেন।আমি বলি কি নন্দীগ্রামে ভোটের দিনেই আপনার খেলা শেষ হয়ে গিয়েছে ।