মিম ভোটের আগে যতটা গর্জে ছিল প্রার্থী দেওয়া নিয়ে ততটা বর্শালো না

প্রত্যাশা অনুযায়ী রাজ্যে  ওয়াইসির  দল  মীম  প্রার্থী দিলো ১)বালুরঘাট ২)মুর্শিদাবাদ  ৩)আসানসোল  ৪)মালদাতে  বিভিন্ন কেন্দ্রে ।কেন্দ্র গুলি হলো  রতুয়া ,সাগর দীঘি ,মালতিপুর ,ভরতপুর ,জলঙ্গি ,ইটাহার  এবং আসানসোল  উত্তরে ।রাজনৈতিক বিষশ্লেষক রা  বলছেন প্রত্যেকটি আসনেই প্রার্থীদের জামানত জব্দ হওয়ার সম্ভাবনা বেশি । তিন জানুয়ারী ফুরফুরা শরীফে  আব্বাসের মধ্যে আলোচনার  পরে কথা ছিল জোট করার ,কিন্তু আব্বাস  বাম  ও কংগ্রেসের সাথে জোট করাতে  সেটি ধাক্কা খায় ।