নির্বাচন কমিশন পঞ্চম দফা ভোট বিশেষ কিছু নির্দেশ দিলেন

নিরাপত্তা বাহিনী কে  আগামী ভোটে  পরিস্থিতি সামলাতে নির্দেশ ,গতকাল  শীতলকুঁচি  বিধানসভাতে নিরাপত্তা বাহিনীরগুলিতে ৪ জন নিহত হওয়ার পরে কমিশন নিরাপত্তা বাহিনীকে  উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে  ,প্রথমে লাঠি চার্জ করে  ভয় দেখানোর নির্দেশ দেয়  প্রয়োজন হলে কাঁদানে গ্যাস  ।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুন্যে গুলি ,খুব প্রয়োজন পড়লে কোমরের নিচে  গুলি বাহিনীর উপরে হামলা হলে  অথবা অস্ত্র ছিনতাই  করার ঘটনা ঘটলেই গুলি চালানো যেতে পারে ।