কসবা বিধানসভার কাঁটা হয়েই রইলো তিলজলা

চতুর্থ দফার ভোটে  কসবা বিধানসভা সরগরম রইলো সেই তিলজলা কে ঘিরেই ,শহরে একমাত্র বোমা পরার  অভিযোগ উঠলো এই জায়গায় কে ঘিরেই ।তিলজলার  এক আবাসনের লনে  বোম্ব পরে ভোটার দের  ভোট দিতে যাওয়া আটকাতে ।বিরোধী দলের প্রার্থীরা  সি স্থানে গিয়ে বলেন ভোটার দের  আটকাতে  এই এলাকার শাসক দলের  লোকেরা ঝামেলা করেন ,শান্তিপূর্ণ ভোট আটকাতে ।শাসক দলের প্রার্থী এই ঘটনা টি অস্বীকার করেন ।