গত বছরের মাঝামাঝি নিয়ম ভেঙে বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু করেছিল চীন ।বিদেশী রাষ্ট্রগুলিকে ও তাদের টিকা কেনার জন্য আহবান জানিয়েছিল চীন ।তাদের লক্ষ্য আগামী জুন মাসের মধ্যে ৪০% চীন বাসিন্দা দের টিকাকরণ সেরে ফেলা ।সম্প্রতি এক সাখ্যাত কারে তাদের দেশের ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রধান গাউ ফুঁ বলেন ,তাদের টিকা ও ভালো কাজ দিচ্ছে না তারা বিকল্পের সন্ধানে আছেন । করোনার নতুন স্ট্রেন নিয়ে তারাও আতঙ্কে আছেন ।