আজকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কে কে আর মুখোমুখি হতে চলেছে মুম্বাইয়ের । কে কে আর স্পিনার হরভজন সিংহ বলেন ,আমি মুম্বাই এবং চেন্নাই দুটি দলেই খেলেছি তাই আজকে সেরাটা দেবো যাতে নাইট রাইডার্স যেতে ।কুলদ্বীপ প্রসঙ্গে বলেন ও যা শিখেছে নিজের বুদ্ধিতেই ও এখনো ফুরিয়ে যায়নি ওর ছন্দে ফেরা সময়ের অপেক্ষা । আমি আশা করবো কুলদ্বীপ প্রমান করবে ও একজন ম্যাচ উইনার ।