বঙ্গে করোনা সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে, এক রোগীর কাশি,দুর্বলতা ও তীব্র শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা ৮৫% নিয়ে তড়িঘড়ি করে ভর্তি হন হাসপাতালে তার করা হয় আর্টিফিসিয়ার কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে ।তার পরে চিকিৎসকেরা তার দুটি ফুঁসফুঁস স্ক্যান এবং সেইখানে ধরা পরে করোনা পসিটিভ । রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ তে ডাবল মিউট্যান্ট স্ট্রেন ধরা পড়ছে ,এই স্ট্রেনে গলা এবং নাকের স্বাব টেস্টেও নেগেটিভ আসলেও আসলে রোগী সুপার স্প্রেডার ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...