অনুব্রত মন্ডলের গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু ইলামবাজারে জনসভাতে

নীলডাঙ্গা ফুটবল ময়দানে বিজেপির হয়ে সভা করতে গিয়ে ,বলেন  এইখানে  একজনের তৃণমূলের সুপারম্যান আছেন ,তিনি কত যে চালকলের  মালিক তার কোনো হিসাব নেই ।আর  তৃণমূল হচ্ছে এনামুল ও গরু পাচার  কারী  দল ,আর এনামুলের সাথে এই সুপারম্যানের দারুন সম্পর্ক ।তিনি জনতার উদ্দেশ্যে বলেন বাকিদের যেমনি ইডি  ও সিবিআই ছুটচ্ছে  এঁনাকেও দৌড় করিয়ে  ছাড়বে।