বলিউড মিউসিক ইন্ডাস্ট্রির হিট জুটি নাদিম -শ্রাবনের জীবনাবসান ঘটলো গতকাল মুম্বাইয়ের রাহেজা হাসপাতলে ।তার পুত্র সঞ্জীব রাঠোর জানান গত সোমবার থেকে রাহেজা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তার পিতা ।গতকালরাত ১০ টা ১৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন ,মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৬। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...