আরো মহার্ঘ্য হলো রান্নার গ্যাস

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হলো যে  অক্টোবরে  কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫৮ টাকা  বেড়ে হলো ৯০৭ টাকা  অপরদিকে  ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮৮.৫০ পয়সা বেড়ে হলো ১৫৬২  টাকা  ৫০ পঁয়সা ,রি নিয়ে টানা ৫ মাস বাড়লো রান্নার গ্যাসের দাম ,উৎসবের মরশুমে  মানুষের পকেটে  আবারো তন্ পড়লো ।