গত দুই মাসে দিল্লিতে অক্সিজেন থেকে ঔষুধ এমন কি করোনা পেশেন্ট দের হাসপাতালে ভর্তি করা ইনজেকশনের দরকার হলে তা জোগাড় করা মৃত ব্যক্তিদের দাহ করার মত কেউ না থাকলে সমস্থ কর্তব্য দায়িত্ব নিয়ে করছিলেন দিল্লির যুব কংগ্রেসের নেতা শ্রীনিবাসের দল বল ।গতকাল দিল্লি পুলিশ যুব কংগ্রেসের সদর দফতরে চড়াও হন ,জেরা করেন সভাপতি শ্রীনিবাস কে কোথা থেকে তারা অক্সিজেন ও ওষুধ যোগাড় করছেন তা জানার জন্য ।