খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইউরোর গ্রুপ ডি তে যে চারটি দল খেলবে তারা হলো ইংল্যান্ড ,দুই ক্রোয়েশিয়া ,তিন চেক রিপাবলিক , চার স্কটল্যান্ড ।ইংল্যান্ডের কোচ হচ্ছেন গিয়ে সাউথ গেট । ইংল্যান্ডের আক্রমণ ভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক হ্যারি কেন সঙ্গে থাকবে রাহিমস্টার্লিং ,ফিল ফোডেন ও মেশান মাউন্টের মত তারকা । ক্রোয়েশিয়া কে নেতৃত্ব দেবেন লুকা মদ্রিচ ,এই ছাড়াও তাদের জ্বলাতক ডালিচএই ছাড়াও নজরে থাকবে আন্দ্রে কামারীচ এবং অন্যান্য সমস্থ প্রতিভাবান খেলোয়াড়েরা ।স্কটল্যান্ড দলের কোষ হচ্ছেন স্টিভ ক্লার্ক যিনি রুডগুলীতের সহকারী ছিলেন,এই ছাড়া স্কটল্যান্ডের তুরুপ তাস হলো চেলসি মিডফিল্ডার বিলি গিলমোর এবং অস্টন ভিলার মিডফিল্ডার জনম্যাকগিল ।চেক রিপাবলিকের কোচ হলেন যারসভ শিহাবী যার দখলে রয়েছে চেক রিপাবলিকের হয়ে সব থেকে বেশি ৪৬৫ টি ম্যাচ খেলারঅভিজ্ঞতা ।এদের মিডফিল্ডার হলো ভ্লাদিমির দারিদা সহ অন্যান্য খেলোয়াড় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...