গ্ৰুপ বি র লড়াই জমে গেছে। সকলের সামনেই পরের পর্বে যাবার সুযোগ রয়েছে। তবে অনেক অংকের ব্যাপার আছে। রাশিয়া আজ ডেনমার্কের সঙ্গে খেলবে। রাশিয়া তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ডেনমার্ক চতুর্থ স্থানে আছে।আজ যদি ডেনমার্ক বড় ব্যবধানে জেতে এবং ফিনল্যাণ্ড হেরে যায় তবে তারা পরের রাউন্ডে যেতে পারে। রাশিয়া ড্র করলেই পরের পর্বে যাবে তবে ফিনল্যান্ডকে হারতে হবে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...