জার্মানির ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট। বুধবার তারা নামবে হাঙ্গেরির বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচ তারা জিততে চান। তবে আগের ম্যাচে চার খেলোয়াড় চোট পাওয়ায় জার্মান দল খুবই চিন্তিত। চোটের কারণে সোমবার এর কেউ অনুশীলন করেননি| এই চার জন খেলোয়াড় হলেন মুলার।,হুমেলস ,হালস্টেনবার্গ এবং গুন্দোয়ান। মুলার ও হুমেলসের হাঁটুতে চোট। বাকি দু জনের পেশিতে আঘাত।তারা খেলবেন কিনা তা জানানো হয়নি।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...