আজ ফ্রান্সের সঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল খেলাতবে ডিফেন্স নিয়ে কোচ দেশঁ খুব চিন্তিত ,কারণ চোট আঘাত। কারো হাঁটুতে আবার কারো হার্মস্ট্রিংয়ে চোট। বামপ্রান্তের রাবিয়ো পুরো সুস্থ নন। তিনি চোট নিয়ে এর আগে খেলেছেন। আবার অনুশীলন চলার সময় লেমা এবং থুরাম চোট পেয়েছেন। তবে সুইজারল্যান্ড জানিয়েছে তারাও জিততে চায় এবং ছেড়ে কথা বলবে না। যদিও ফ্রান্সকে সকলে এগিয়ে রাখছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...