১৯৯২ তে ডেনমার্ক ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার তারা কোয়ার্টার ফাইনালে হেরে যায় ৩-০ গোলে চেকদের কাছে। এবারেও তাদের সামনে পুরানো প্রতিপক্ষ। তাদের কোচ জানিয়েছেন তারা তাদের শক্তি ও দক্ষতা প্রমান করতে চান। চেকদের দৌড় মাঝমাঠে থামিয়ে দিয়ে আক্রমণ করতে হবে। তাদের পোলসেন ৩ ম্যাচে ২ গোল করেছেন। তিনি দুপায়ে গোল করতে সমান দক্ষ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...