আবার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   আজ সকালে  কাশ্মীরের কুলগাম  জেলার  খুদবানী  সেক্টরে  অতর্কিতে সেনা  ক্যাম্পে  হানা দেয়  জঙ্গিরা । তারা  ক্যাম্প  লক্ষ করে এলো  পাথারি  গুলি ছুঁড়তে  শুরু করেন । তার  পরেই  সেনা বাহিনী পাল্টা  গুলি চালালে জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । তবে অত্যন্ত দুঃখের  খবর  সেনা ও জঙ্গিদের  গুলি  লড়াইয়ের  মাঝে পরে গুরুতর আহত  হন এক কিশোরী ,তাকে উদ্ধার করে হাসপাতালে  পাঠায় সেনা বাহিনী ।